বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৩:০৪ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলায় নৌবাহিনীর অভিযানে ক্রিস্টাল ম্যাথ মাদক ও দেশীয় অস্ত্রসহ ইমাম হোসেন নামের এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন আইএসপিআর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মি।
তিনি বলেন, মঙ্গলবার ভোর রাতে কক্সবাজার জেলার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় একটি বসত ঘরে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমাম হোসেনকে আটক করা হয়। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথ আইস, গাঁজা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র ও ৩টি মোবাইল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ইমাম হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক ও অপরাধ দমনে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
আরটিভি/এমকে