images

দেশজুড়ে

পরকীয়ার অভিযোগ এনে ছাত্রদল সভাপতিকে ফাঁসানোর চেষ্টা, তোলপাড়

কামাল হোসেন

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৬:১৪ পিএম

images

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করা হচ্ছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেনকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে একটি চক্র। ওই দুই সন্তানের জননী স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন স্বামী। পাল্টা অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী নিজেও। নাম-পরিচয়সহ ঘটনাটি ছড়িয়ে পড়লে সামাজিক ও ব্যক্তি জীবন বিপন্ন হয়ে পড়েছে বলে দাবি ভুক্তভোগীদের। তাদের অভিযোগ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটি পক্ষ মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি খারাপ করে তুলেছে। এ দিকে স্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ করলেও স্বামীর কাছে নেই কোনো প্রমাণ। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।

সরেজমিনে জানা যায়, উপজেলার ঘাটান্দি গ্রামে গেল মঙ্গলবার স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরে সালিশি বৈঠকে বসে সমাজপতিরা। বৈঠকে নারীকে এক ছাত্রদল নেতার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে স্বামী ও একটি মহল। পরে মেয়েটি অস্বীকার করলে ঘটনা গড়ায় থানা পর্যন্ত। আর তা দ্রুত ছড়িয়ে পড়ে সর্বত্র।

ভুক্তভোগী ওই নারী জানান, ছাত্রদল ওই নেতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অত্যাচার ও নির্যাতনের ঘটনা আড়াল করতেই মিথ্যা দায় ও হুমকি দিয়ে জীবন বিপন্ন করে তুলেছে স্বামী ও তার সহযোগীরা। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, তিনি তার স্ত্রীকে মোবাইলে কথা বলতে দেখেছেন। তবে তার কাছে অন্য কোনো প্রমাণ নেই।

স্বামী অভিযোগ আনলেও গণমাধ্যমের কাছে দেখাতে পারেননি কোনো প্রমাণ। 

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও বলছেন, সালিশি বৈঠকে অভিযোগের সত্যতা কোনো প্রমাণ দেখাতে পারেননি স্বামী।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ওই নারীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই৷ রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার জন্য একটি পক্ষ ভিত্তিহীন অভিযোগ করছে আমার বিরুদ্ধে। আমি এর উপযুক্ত বিচার চাই।

ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম বলেন, তদন্ত করে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে