images

দেশজুড়ে

মধ্যরাতে পুড়লো চরাঞ্চলের বাজারের ৩ দোকান

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ০২:৩৮ পিএম

images

রাতের বগুড়া সারিয়াকান্দিতে মাঝরাতের আগুনে ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার দুর্গম চরাঞ্চল কাজলা ইউনিয়নের শাহজালাল বাজারে এ ধরনের ঘটনা ঘটে। আগুনে ৩টি দোকানের সব মালামাল পুড়ে গেছে। প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা।

শুক্রবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার কাজলা ইউনিয়নের শাহজালাল বাজারে আগুন লাগে। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে। পরে শতাধিক এলাকাবাসীর কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ততক্ষণে চরাঞ্চলের এ বাজারের মেসার্স জিহান ফার্মেসির ভেতরে থাকা সবগুলো ওষধ পুরে ভস্মীভূত হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ টাকার বেশি। এ ঘটনায় মেসার্স খাতের আলী এন্টারপ্রাইজ নামে একটি ওয়েল্ডিং মেশিনের দোকানের বেশ কিছু ব্যাটারি চালিত অটোরিকশার যন্ত্রাংশ এবং ব্যাটারি পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকার বেশি। এ ছাড়াও একই ঘটনায় একটি চা দোকানে থাকা টিভি, ফ্রিজ ও বেকারির মালামালসহ দোকানের সবকিছুই পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকার বেশি।

জিহান ফার্মেসির মালিক ডা. মোতালেব হোসেন বলেন, রাতের আগুনে আমার ব্যবসার সমস্ত পুঁজি একেবারেই শেষ হয়ে গেছে। আমি তো একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।

খাতের এন্টারপ্রাইজের মালিক খাতের আলী বলেন, ওয়েল্ডিং মেশিনের দোকানের সঙ্গেই আমার চা ও বেকারির দোকান। যার সবকিছুই পুড়ে শেষ হয়ে গেছে। শুধুমাত্র সিমেন্টের খুঁটিগুলি দাঁড়িয়ে আছে। ঘরের চালাও নাই। আমার সারাজীবনের পুঁজি একেবারেই নিঃশেষ। আমার পরিবারকে এখন আমি কি খাওয়াবো?

এ বিষয়ে কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। বাজারের ৩টি দোকান একেবারেই সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। তাদের সরকারি সহযোগিতা প্রয়োজন। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ধরনের ঘটনার সৃষ্টি হয়েছে। 

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মাহমুদ বলেন, দুর্গম চরাঞ্চল হওয়ায় এ বিষয়ে আমাদের কাছে কোনও তথ্য আসেনি। সেখানে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরটিভি/এমকে/এস