images

দেশজুড়ে

আশুলিয়ায় বজ্রপাতে নারীর মৃত্যু

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ০৩:২০ এএম

images

সাভারের আশুলিয়ায় বজ্রপাতে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম বিথি আক্তার (৩২)। 

শনিবার (৫ এপ্রিল)  রাতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ধামসোনা ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস।

জানা যায়, নিহত বিথি আক্তার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের উনাইল গ্রামের রাসেল হোসেনের স্ত্রী। তিনি আশুলিয়ায় স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

এ বিষয়ে ধামসোনা ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস বলেন, সন্ধ্যায় বিথি আক্তার কারখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও প্রচন্ড বাতাস শুরু হয়। সে সময় বিথি বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতের কবলে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

পরে পরিবারের সদস্যরা ওই নারীর মরদেহ বাসায় নিয়ে আসে বলেও জানান আব্দুল কুদ্দুস। 

আরটিভি/এমকে