images

দেশজুড়ে

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০৩:১৮ পিএম

images

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আসমা সিদ্দিকা সাফা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খন্ডলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আছমা সিদ্দিকা সাফা ওই এলাকার সৌদি আরব প্রবাসী মো. হাসান আলীর কন্যা৷ সোমবার (৭ এপ্রিল) তিনি দেশে ফিরলে শিশুটিকে দাফন করা হবে বলে জানান স্বজনরা।  

নিহত শিশুর স্বজন এম এ জব্বার সিকদার জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। প্রায় আধা ঘণ্টা পর পাশের পুকুরে শিশুটির মরদেহ দেখতে পাওয়া যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সন্তান ছিল।

দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির বাবা বাড়ি ফিরলে সোমবার বিকেলে দাফন করা হবে।

আরটিভি/এএএ/এআর