images

দেশজুড়ে

ভৈরবে ৪২ লাখ টাকার মাদকসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৬:১৬ পিএম

images

কিশোরগঞ্জের ভৈরব থেকে ২১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। যার আনুমানিক মূল্য ৪২ লাখ ২০ হাজার টাকা। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ভৈরব পৌরসভার নিউটাউন সিড়ির মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

গ্রেপ্তার দুই ব্যবসায়ী হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মিরাশানি মধ্যপাড়া এলাকার মৃত আ. মন্নাফ ভূঁইয়ার ছেলে মো. বশির মিয়া (৩৩) ও সরাইল উপজেলার উচালিয়াপাড়া মধ্যপাড়া মো. সফি মিয়ার ছেলে মো. শাহিন (৩০)।

ভৈরব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নিউটাউন সিড়ির মোড় এলাকায় অভিযান চালিয়ে ২১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪২ লাখ ২৯ হাজার টাকা। এছাড়াও গ্রেপ্তার আসামি দুইজনের কাছ থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোবাস উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত মাইক্রোবাসটি আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

ভৈরব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরর্পূবক আসামি ও আলামত হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এএএ