বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০২:৫৭ এএম
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বাল্যবিয়েতে বর হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আর কনে দশম শ্রেণির ছাত্রী। তাদের কবুল বলার মুহূর্তে হাজির হয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বর ও কনের অভিভাবককে জরিমানার পাশাপাশি মুচলেকা দেয়া হয়।
বুধবার (৯ এপ্রিল) বাল্যবিয়ের ঘটনাটি হতে যাচ্ছিল জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জান গেছে, বুধবার (৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নূরপুর গ্রামে কনের বাড়িতে গিয়ে কবুল বলার আগ মুহূর্তে বিয়ে বন্ধের নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার।
এ সময় কনের অভিভাবক মো. সামছুল হক ও বরের অভিভাবক মো. শাহেদ মিয়াকে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা লঙ্ঘনের অভিযোগে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, কনের ১৮ এবং বরের ২১ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া হবে না মর্মে উভয় অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
আরটিভি/কেএইচ