images

দেশজুড়ে

পদ্মার এক ইলিশের দাম সাড়ে আট হাজার!

শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ০২:২২ পিএম

images

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর এক কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার টাকায়।

শনিবার (১২ এপ্রিল) সকালে দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে ইলিশটি বিক্রি হয়। মাছটি কিনেন ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিন সকালে রাজবাড়ী জেলার সবচেয়ে বড় পাইকারী ও খুচরা মাছের বাজার বসে দৌলতদিয়া ঘাট বাজারে। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া ঘাট। প্রতিদিন শত শত যানবাহনের যাত্রী আসা যাওয়া করে ঘাট দিয়ে। যাওয়া আসার পথে অনেকে ঘাট থেকে পদ্মা নদীর সুস্বাদু তরতাজা মাছ কিনে থাকেন। এসব মাছ বিক্রির জন্য এখানে এনে থাকেন জেলেসহ স্থানীয় মাছ ব্যবসায়ীরা।
 
শনিবার সকালে বাজারের হালিম সরদারের আড়তে অন্যান্য মাছের সঙ্গে বিক্রির জন্য তোলা হয় জেলেদের জালে ধরা পড়া বড় আকারের একটি ইলিশ। ইলিশটির ওজন ছিল প্রায় ১ কেজি ৮০০ গ্রাম। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ মাছটি কেনেন।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৪ হাজার ৬০০ টাকা কেজি দরে ৮ হাজার ২৮০ টাকা দিয়ে আমি ইলিশ মাছটি কিনি। পরে কুষ্টিয়ার পরিচিত এক বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে মাছটি বিক্রি করেছি।

আরটিভি/এএএ/এস