images

দেশজুড়ে

কালীগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী সদর উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৮:০৪ এএম

images

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম সদর উদ্দিন বিশ্বাসের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিবেশক সমিতির আয়োজনে শহরের উপজেলা পরিবেশক সমিতির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক শিপলু জামানসহ পরিবেশক সমিতির একাধিক নেতা বক্তব্য রাখেন। 

unnamed

বক্তব্যে পরিবেশক সমিতির নেতারা বলেন, মরহুম সদর উদ্দিন বিশ্বাস ছিলেন ব্যবসায়ীদের অভিভাবক। তিনি ব্যবসায়ীদের পাশে থেকেছেন আমৃত্যু। সে সময় ব্যবসায়ীক নেতারা তার নীতি অনুসরণ করে ব্যবসায় পরিচালনার আহ্বান জানান। 

আলোচনা সভা শেষে মরহুম সদর উদ্দিন বিশ্বাসের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাই। দোয়া শেষে শহরের রিকশা ও ভ্যান চালকদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

উল্লেখ্য; মরহুম সদর উদ্দিন বিশ্বাস ছিলেন কালীগঞ্জ মোটরমালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি, ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং সমাজসেবক। 

আরটিভি/এএএ