images

দেশজুড়ে

সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৮:১১ এএম

images

পাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসাইন (৩৮) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ে হেলে যাওয়া টিনের ঘর ঠিক করতে গেলে সেখানে টিনের সঙ্গে বিদ্যুতের তার জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হয়ে ‍তিনি মারা যান। 

তিনি পৌরসভাধীন হেংগুয়া গ্রামের রইজ উদ্দিনের ছেলে এবং কাশিনাথপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন।

এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ