images

দেশজুড়ে

মেহেরপুর জেলা পরিষদের সা‌বেক চেয়ারম্যান সালাম‌ গ্রেপ্তার 

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ১১:২৯ এএম

images

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ‌্যাডভো‌কেট আব্দুর সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১২ এপ্রিল) রাতে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। 

মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন অ্যাড. আব্দুস সালাম। ‌৫ আগস্ট এর পরে বর্তমান সরকারের সিদ্ধান্তে জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে তিনি অপসারিত হন। ‌

আরটিভি/এএএ/এআর