images

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে জমি দখল নিয়ে সংঘর্ষ, ফের ১৪৪ ধারা জারি

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৫:৪৫ পিএম

images

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গেদুড়া কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে এবার পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার ধর্মগড় কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। 

রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ১৪৪ ধারা জারি করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক। 

তিনি বলেন, জেলার হরিপুর উপজেলার আমগাঁও কিশমত গ্রামে বিবাদমান জমি দখলকে কেন্দ্র করে মাহাতাব ও আব্দুস সালাম পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনার জেরে শনিবার রাতে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় বাজারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা দেখা দেয়। এজন্য উপজেলা প্রশাসন ধর্মগড় কাউন্সিল ও চেকপোস্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। 

উল্লেখ্য, হরিপুরে জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনায় শুক্রবার গেদুড়া ইউনিয়নের কিসমত আটঘরিয়া বাজারে ১৪৪ ধারা জারি করে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানেও বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে।
বর্তমানে হরিপুরের গেদুরা ও রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আরটিভি/এমকে