images

দেশজুড়ে

ফের ৭ দিনের রিমান্ডে সেই ছোট সাজ্জাদ

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৬:২৯ পিএম

images

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে জোড়া খুনের মামলায় ফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া আসামি সাজ্জাদকে নগর ও জেলার ৩ থানার আরও ৮টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। 

রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইব্রাহীম খলিলের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

সন্ত্রাসী সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টির বেশি মামলা রয়েছে।

জানা যায়, ছোট সাজ্জাদকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রোববার সকালে আদালতে হাজির করে পুলিশ। দুপুর সাড়ে ১২টার দিকে জেলার হাটহাজারী থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহারের আদালতে। একই দিনে পুলিশের আবেদনের প্রেক্ষিতে নগরীর চান্দগাঁও থানার পাঁচটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালত এবং বায়েজিদ থানার একটি মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, বাকলিয়া থানার জোড়া খুনের মামলায় পুলিশ ছোট সাজ্জাদের ১০ দিনের রিমান্ড আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। চান্দগাঁও ও বায়েজিদ থানার ছয়টি মামলায় আদালত সাজ্জাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ মার্চ রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে। এর পরদিন নগরীর চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে চট্টগ্রাম আদালতে তোলা হয়। শুনানি শেষে ছোট সাজ্জাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত ৫ এপ্রিল তাহসিন হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

আরটিভি/এমকে