images

দেশজুড়ে

রাজশাহীতে ওষুধের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ১০:১৯ পিএম

images

রাজশাহীর বানেশ্বরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে বানেশ্বর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

অভিযানে পুঠিয়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও লাইসেন্সের নবায়ন না থাকায় তিন ওষুধের দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে/এস