images

দেশজুড়ে

নালায় পড়ে যাওয়া ৬ মাসের সেই শিশুর মরদেহ উদ্ধার

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ১১:০১ এএম

images

১৪ ঘণ্টা পর চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে যাওয়া ৬ মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাত ৮টায় কাপাসগোলা নবাব হোটেলের পাশের নালায় পড়ে যায় শিশুসহ এক নারী। নারীকে তাৎক্ষণিক উদ্ধার করলেও শিশুটি নিখোঁজ থাকে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মোকাররম হোসেন।

তিনি বলেন, সন্ধ্যায় বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে। কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ৬ মাস বয়সী শিশুসহ এক নারীযাত্রী ছিলেন। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই নারীযাত্রীকে উদ্ধার করেন। তবে নারীর কোলে থাকা শিশুটি পানির তোড়ে নিখোঁজ রয়েছে।

Posted by Facebook on Date:

 

আরটিভি/এএইচ/এস