images

দেশজুড়ে

পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার 

শুক্রবার, ০২ মে ২০২৫ , ০৮:২০ পিএম

images

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ‘শুভ সন্ধ্যা’ সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান‌।

494828123_573283199130190_1855558121752193044_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=9f807c&_nc_eui2=AeGd6d1FAc2HJSDGTFjBLkYQL7eQbQ0yFBEvt5BtDTIUEVn9OzS8FQpnbsNjgxeQ2xE2krEI12uyKcsUN7LmjwC7&_nc_ohc=p_bhFJJFSCEQ7kNvwH8XOyA&_nc_oc=Admwpmju1bQdLr7APgAUMrhvbmoJtBBcPU15cb-OOzIaNlucMHqHxpEAeMLqWYTXTB0&_nc_zt=23&_nc

ধরিত্রী রক্ষায় আমরা সংগঠনের সমন্বয়ক আরিফুর রহমান বলেন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে পর্যটক নিয়ে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় নৌকায় ভ্রমণ করছিলাম। এ সময় নদীতে ভাসমান অবস্থায় একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দেখতে পাই। পরে সেটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, পরিবেশকর্মী আরিফুর রহমানের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে।

আরটিভি/এমকে