images

দেশজুড়ে

পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলাখ টাকায়!

শনিবার, ০৩ মে ২০২৫ , ০৩:২৯ পিএম

images

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি বিক্রি হয়েছে প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায়।

শনিবার (৩ মে) সকালে উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি কিনে নেন দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

জানা গেছে, জেলে জামাল প্রামাণিক ভোরে তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে যান। সেখানে বিশাল একটি কাতল মাছ ধরা পড়ে। এরপর তারা মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নেওয়া হয়।

জেলে জামাল প্রামাণিক জানান, শনিবার ভোরে সঙ্গীদের সঙ্গে পদ্মায় জাল ফেলেন। সকালে জাল গুটিয়ে তুলতেই দেখতে পান বড় একটি কাতল মাছ আটকা পড়েছে। এরপর মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মমিন মণ্ডলের আড়তে নিয়ে যান। উন্মুক্ত নিলামের মাধ্যমে চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে জামাল প্রামাণিক ২৮ কেজি ওজনের একটি তাজা কাতল মাছ বিক্রির জন্য মোমিন মন্ডলের আড়তে নিয়ে আসে। এ সময় উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নিই। এখন মাছটি বিক্রির জন্য মোবাইলে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করব। কেজি প্রতি ১০০ টাকা লাভ রেখে ছেড়ে দেব।

এ বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানি কম। এ কারণে জেলেদের জালে প্রতিনিয়ত বড় আকৃতির মাছ ধরা পড়ছে। মাছগুলো বিক্রি করে তারা লাভবান হচ্ছেন।

আরটিভি/এফএ/এস