images

দেশজুড়ে

এক সর্বনাশা থেকে মুক্ত হয়ে দুধ দিয়ে গোসল করলেন যুবক, ভিডিও ভাইরাল 

শনিবার, ১০ মে ২০২৫ , ০১:০১ পিএম

images

একসময় বিলাসবহুল জীবনযাপন করতেন সাগর হোসেন। নিজস্ব মোটরসাইকেলের শোরুম, আধাপাকা টিনশেড বাড়ি, দামি মোটরসাইকেল—সবই ছিল তার। কিন্তু মাত্র এক বছরের অনলাইন জুয়ায় হারিয়েছেন সবকিছু। এখন নিঃস্ব তিনি। 

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে জনসম্মুখে ১০ কেজি দুধ দিয়ে গোসল করেন সাগর হোসেন। 

বলেন, আর কখনো জুয়া খেলবেন না। ওই মুহূর্তের এক মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, স্থানীয় কয়েকজন মগ ও বোতলে করে সাগরের গায়ে দুধ ঢালছেন। তাকে ঘিরে রয়েছে উৎসুক জনতা। 

সাগর বলতে থাকেন, আমি একসময় বিলাসী জীবন যাপন করতাম। আমার নিজস্ব শোরুম ছিল, বাড়ি ছিল। অনলাইন জুয়া খেলে আমি সব হারিয়েছি। আপনারা শিক্ষা নিন, কেউ জুয়া খেলবেন না।

সাগর আরও বলেন, আমার তিনটা সন্তান আছে। আমি আত্মহত্যার কথাও চিন্তা করেছিলাম। তবে এখন আর জুয়া খেলব না। আমি তওবা করেছি। আপনারাও এই সর্বনাশা খেলায় জড়াবেন না।

সাগরের স্ত্রী কনা খাতুন বলেন, জুয়ার কারণে আমাদের বাড়ি, গাড়ি, গয়না—সবকিছু চলে গেছে। এখন যে বাড়িটি বিক্রি করে দিয়েছেন, সেই বাড়ির নতুন মালিক মানবিক কারণে আমাদের থাকতে দিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ লিখিতভাবে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এআর