images

দেশজুড়ে

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের 

রোববার, ১৮ মে ২০২৫ , ০৬:০১ পিএম

images

চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। 

রোববার (১৮ মে) দুপুরে এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মো. তৈয়ব (৪৫) ও মো. রবিউল (১৪)। 

তৈয়ব মীরসরাই উপজেলার পূর্ব গোল মগরা এলাকার নুর জাহানের ছেলে এবং রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই  আলাউদ্দিন তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তা জানা যায়নি। তাদের মরদেহ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে/এস