images

দেশজুড়ে

প্রবাসীর বাড়িতে অনশনে বসলেন গার্মেন্টসকর্মী

রোববার, ১৮ মে ২০২৫ , ০৮:৩৪ পিএম

images

বগুড়ার ধুনটে দীর্ঘ ৮ বছরের প্রেমের সম্পর্ক ভাটা পড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক গার্মেন্টসকর্মী। বর্তমানে প্রেমিক রাজু সৌদি আরবে অবস্থান করছেন। প্রেমিক রাজু (৩০) উপজেলার সুলতানহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে।  

রোববার (১৮ মে) সকাল ৯টা থেকে ওই গার্মেন্টসকর্মী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন বলে জানা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে রাজু ও তার বাবা-মাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রেমিকা ওই বাড়িতে অনশনে বসার পর থেকে রাজুর বাবা, মাসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

জানা যায়, প্রায় এক মাস আগেও মেয়েটি প্রেমিক রাজুর বাড়িতে আসেন। পরে স্থানীয়দের মাধ্যমে বিয়ের আশ্বাসে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় মেয়েটি প্রেমিকের বাড়িতে ফের অনশনে বসেছেন। এ সময় রাজুর বাবা মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

অনশনরত প্রেমিকা বলেন, ঢাকায় একই গার্মেন্টসে চাকরির সুবাদে প্রায় ৮ বছর আগে আমার সঙ্গে রাজুর পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাঝেমধ্যেই দুজন দেখা করি। এ ছাড়া বিয়ের কথা বলে একই ঘরে আমরা রাত যাপন করেছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার কাছ থেকে কৌশলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। রাজু ২০২৪ সালের আগস্ট মাসে সৌদি আরবে চলে যায়। সে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে বলে। কিন্তু চার মাস থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন কোনো উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।

তবে রাজুর পরিবারের লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাদের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ধুনট থানার এএসআই মামনুর রশিদ বলেন, ভুক্তভোগী এক নারী গার্মেন্টসকর্মীর অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে/এস