images

দেশজুড়ে

সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

রোববার, ১৮ মে ২০২৫ , ১১:২৩ পিএম

images

ফেনীর সোনাগাজীতে হিন্দু ধর্মাবলম্বীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই নেতার নাম জাফর উল্লাহ নয়ন (৪৮)।

রোববার (১৮ মে) অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন।

অভিযোগ সূত্রে জানা যায়, চরছান্দিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা উত্তম কুমার দাসের জমি দীর্ঘদিন পর্যন্ত জবরদখল করে রেখেছিলেন নয়ন। গেল ১৪ মে নিজের জমিতে কাজ করতে গেলে নয়ন তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। উত্তম প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জাফর উল্লাহ নয়ন সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর চরছান্দিয়া গ্রামের বড় বাড়ির প্রয়াত মোস্তাফিজুর রহমানের ছেলে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী উত্তম দাস বলেন, আমার বাবা মৃত উষা রঞ্জন দাসের নামে এই জায়গা সিএস খতিয়ানে রেকর্ড রয়েছে। কিন্তু নয়ন প্রতারণার আশ্রয় নিয়ে বিএস রেকর্ডে তার নামে রেকর্ড করে নিয়েছে। যদিও তিনি কোনো দলিলপত্র দেখাতে পারেননি। জমির কাছে এলে আমাকে হত্যার হুমকি দেয়। গত ১৩ মে নয়ন ও তার ভাই আবদুল হালিম আমার ওপর দেশীয় অস্ত্র (দা-ছুরি) দিয়ে হামলা করে।

উত্তমের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক নয়ন দখল করে রেখেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র রফিকুল ইসলাম খোকনের অনুসারী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পান না। তিনি দলীর প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে মানুষকে হুমকি-ধমকি দিয়ে জমি জবরদখল করতেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূল আসামি গ্রেপ্তার রয়েছেন। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমকে