images

দেশজুড়ে

বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন

শুক্রবার, ২৩ মে ২০২৫ , ০৯:০০ পিএম

images

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের দাবিতে ফারজানা আক্তার (১৯) নামে এক তরুণী অনশনে বসেছেন হাসিকুল মোল্যা ওরফে সাব্বির নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে।

শুক্রবার (২৩ মে) দুপুরে সদর উপজেলার কামালপ্রতাপ গ্রামের ওই তরুণী লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের প্রবাসী হাসিকুল এর বাড়িতে অনশনে বসেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় তরুণী অভিযোগ করেন, হাসিকুলের সঙ্গে আমার ৮ মাস আগে টিকটকে পরিচয় হয়। এক পর্যায়ে আমি ডিভোর্সি জেনেও সে আমাকে বিয়ে করবে বলে প্রেমের প্রস্তাব দেয়। পরে তার সঙ্গে আমার পেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে তার সঙ্গে আমার ভিডিও কলে কথা হয়। এ সময় সে বিয়ে করবে বলে আমাকে ফুসলিয়ে গোপন ভিডিও ও ছবি ধারণ করে। পরবর্তীতে আমি ভিডিও ও ছবি দিতে অস্বীকৃতি জানালে সে আমার গোপন ভিডিও ও ছবি আমার আত্মীয় স্বজনের কাছে পাঠিয়ে আমাকে ব্লাকমেইল করতে থাকে। আমি নিরুপায় হয়ে হাসিকুল এর বাড়িতে এসেছি সে আমাকে বিয়ে করুক তার পরিবার আমাকে মেনে নিক না হলে আমি আত্মহত্যা করবো।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হাসিকুল মোল্যা ওরফে সাব্বিরকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত হাসিকুল এর পিতা হায়দার মোল্যা উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তার ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন ও বাড়িতে অনশনরত তরুণীর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেন। এর একপর্যায়ে ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হন। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনাটি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ওই তরুণীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এআর