images

দেশজুড়ে

জোয়ারে বিষখালী নদীর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৬:১৭ পিএম

images

গত দুই দিনের টানা ভারি বৃষ্টিতে দক্ষিণের উপকূলিয় জেলা ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরবর্তী ৫ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে রয়েছে এ সকল এলাকার মানুষের ঘর-বাড়ি ও ফসল। জোয়ারের পানিতে তলিয়ে কৃষি ও মৎসের ব্যাপক ক্ষতি হয়েছে। কাঠালিয়া উপজেলার লঞ্চঘাটসহ বড় কাঠালিয়া, শৌলজালিয়া, আওরাবুনিয়া, চিংড়াখালী এলাকার ৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ঝুঁকিতে রয়েছে এখানকার মানুষ। যেকোনো মূহুর্তে ভেড়িবাঁধ ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে  আশঙ্কায় নদী পাড়ের বসবাসকারীরা। 

এদিকে বৃষ্টি কমলেও নদীর পানিবৃদ্ধি অব্যহত রয়েছে। গত দুই দিনের বৃষ্টি ও পানি বৃদ্ধির ফলে লতা কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। বিষখালী ও সুগন্ধা নদীর তীরবর্তি এলাকার মরিচ, মুগ, তিল, আলু, বাদাম পানির নিচে তলিয়ে গেছে। বিভিন্ন এলাকার মাছের ঘের ও খামার পানিতে প্লাবিত হয়েছে। 

কৃষি বিভাগ জানিয়েছে, দুই দিনের বৃষ্টি ও জোয়ারে পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। তবে কৃষির তেমন কোন ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। পানি অব্যাহত থাকলে লতা কৃষির ক্ষতির আশঙ্কা রয়েছে।

আরটিভি/এএএ