images

দেশজুড়ে

বন্ধুকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে যুবকের মৃত্যু

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০১:৩৭ পিএম

images

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ রাজীব (২৮) নামের চট্টগ্রাম নগরের এক যুবক। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

রোববার (৮ জুন) বিকেলে চট্টগ্রাম থেকে আসা পাঁচ বন্ধুর একটি দল কক্সবাজার সৈকতে গোসলে নামেন।

এ সময় এক বন্ধু ঢেউয়ের তোড়ে পড়ে গেলে তাকে বাঁচাতে ঝাঁপ দেন রাজীবসহ অন্যরা। বন্ধুকে সাফল্যের সঙ্গে উদ্ধার করলেও নিখোঁজ হন রাজীব। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে সৈকতের ‘কবিতা চত্বর’ পয়েন্টে তার মরদেহ ভেসে উঠে। 

স্থানীয় লোকজন ও পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। রাজীব চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার এলাকার বাসিন্দা। তিনি নগরের আন্দরকিল্লা এলাকায়
একটি দোকানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজীবের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আরটিভি/এফএ