images

দেশজুড়ে

দৌড়ে ভারতে ঢুকে পড়ে কোরবানির মহিষ, অতঃপর...

সোমবার, ০৯ জুন ২০২৫ , ০৫:১২ পিএম

images

খাগড়াছড়ির রামগড় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল কোরবানির জন্য কেনা একটি মহিষ। ঈদের দিন সকালে এ ঘটনা ঘটে। তবে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের বিএসএফের যৌথ উদ্যোগে মহিষটি পুনরায় মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৯ জুন) মহিষটি কোরবানি করা হয়।

মহিষটির মালিক রামগড় উপজেলার বাগানবাজার এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিন। তিনি কোরবানির জন্য মহিষটি কিনেছিলেন। ঈদের সকালে অসাবধানতাবশত মহিষটি দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ধাওয়া করলে আতঙ্কিত হয়ে সেটি ফেনী নদী পার হয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়ে। 

আরও পড়ুন
Web-Image

শিক্ষার্থীর ঘর থেকে উন্নতমানের স্নাইপার উদ্ধার, যা জানা গেল 

বিষয়টি টের পেয়ে বাগানবাজার বিওপির কমান্ডার বিষয়টি অবহিত করেন ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলামকে। বিজিবি সঙ্গে সঙ্গে ভারতের ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে। সেদিন সন্ধ্যা পর্যন্ত খোঁজ চালিয়েও মহিষটির কোনো সন্ধান মেলেনি।

পরদিন সকালে আবার তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মহিষটি নিজেই নদী পার হয়ে আবার বাংলাদেশের সীমানায় চলে আসে। এরপর বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মহিষটিকে আটক করা সম্ভব হয়। দুপুর ১২টা ১০ মিনিটে এটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

মহিষ ফেরত পেয়ে নাজিম উদ্দিন বলেন, বিজিবির সহানুভূতি ও আন্তরিকতায় শুধু কোরবানির পশুটিই নয়, আমরা ঈদের পূর্ণ আনন্দ ফিরে পেয়েছি। এটি শুধু একটি পশু ফেরতের ঘটনা নয়, বরং সীমান্তবাসীর প্রতি বিজিবির মানবিকতা ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম গণমাধ্যমকে বলেন, কোরবানি মুসলমানদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী হিসেবে আমাদের কর্তব্য। বিএসএফের সহযোগিতায় আমরা মহিষটি ফিরিয়ে আনতে পেরেছি।

আরটিভি/এএএ