images

দেশজুড়ে

মানিকগঞ্জের হরিরামপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে ৭ দোকান

বুধবার, ১১ জুন ২০২৫ , ০২:৩৮ পিএম

images

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। 

বুধবার (১১ জুন) সকাল ৯টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

ঝিটকা বাজার বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ফার্মেসি, জুতা, পোশাক, সেলুন ও মোবাইলের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ দুই কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হরিরামপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. সোলাইমান মিয়া বলেন, আমরা খবর পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই এবং ৪৫ মিনিট চেষ্টার পর ৯টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। 

তিনি বলেন, আগুনে ৩টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও চারটি দোকান আংশিক পুড়ে গেছে। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

আরটিভি/এফএ