images

দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মৎস্য কর্মকর্তার

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৫:১৮ পিএম

images

নওগাঁর মহাদেবপুরে বোনের বাড়িতে কোরবানির মাংস দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক মৎস্য কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ জুন) ভোর সাড়ে ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত ব্যক্তির নাম এ কে এম জামান। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের দিন (৭ জুন) সন্ধ্যায় কোরবানির মাংস দিতে মোটরসাইকেলে মহাদেবপুর থেকে বোনের বাড়িতে যাচ্ছিলেন এ কে এম জামান। পথিমধ্যে একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রামেকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেদিনই রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি। 

এদিকে কে এম জামানের শ্যালক আলমগীর হোসেন জানান, মরদেহ রাজশাহী মেডিকেল থেকে প্রথমে মহাদেবপুর তার শ্বশুরবাড়িতে নেওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে মরদেহ দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। দিনাজপুরে দ্বিতীয় জানাজার পর আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় তাকে দাফন করা হবে।

আরটিভি/আইএম