images

দেশজুড়ে

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারির পদত্যাগ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৬:০৭ পিএম

images

লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। 

বুধবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারি মনোনীত করা হয়। এর আগে সকালে নুরনবী জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগ পত্র জমা দেন। 

বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ বিষটি নিশ্চিত করেছেন।

এডভোকেট মুরাদ বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন।

পদত্যাগের বিষয়টি ফারুক হোসাইন নুরনবীও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। তবে অন্য কোনো কারণ জানাননি তিনি।

আরটিভি/এএএ