images

দেশজুড়ে

বরগুনায় ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু

বুধবার, ১১ জুন ২০২৫ , ১০:২৬ পিএম

images

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে চান মিয়া ফকির (৭৫) ও সন্ধ্যায় গোসাই দাস (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চান মিয়া ফকির বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ও গোসাই দাস বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়কের বাসিন্দা।

মৃত চান মিয়ার মেয়ে কুলসুম বলেন, তিন দিন আগে বাবাকে বরগুনা হাসপাতালে ভর্তি করাই। এরপর হাসপাতালের ডাক্তাররা বাবাকে স্যালাইন দেন। আজ সকালে তার রক্ত পরীক্ষা করা হয়, প্লাটিলেট ছিল ৬৪ হাজার। পরে দুপুরে বাবা চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান। 

তিনি আরও বলেন, আগামীকাল সকালে বাবাকে দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাজকিয়া সিদ্দিকাহ বলেন, যারা মারা গেছেন, তাদের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের–ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। তবে স্বজনরা তাদের বরিশালে নিয়ে না যাওয়ায় তারা মারা যান।

বরগুনা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭২ জন। এর মধ্যে ৩১টি শিশুও রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৫৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, মারা গেছেন ৫ জন।

এদিকে, পাঁচ দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগে, ৬ জুন বরগুনার থানাপাড়া এলাকার আজমেরী মোনালিসা জেরিন (২৭) নামের এক নারী উদ্যোক্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে চলতি বছরে বরগুনা জেলায় মোট ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মৃত্যু হলো।

আরটিভি/আইএম