images

দেশজুড়ে

স্ত্রীর অধিকারের দাবিতে মমিনের বাড়িতে রুনার অনশন

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০২:১১ পিএম

images

চাঁদপুরের হাজীগঞ্জে স্ত্রীর অধিকার আদায়ে টানা ২৫ দিন ধরে অনশন করছেন রুনা আক্তার (৪২) নামের এক নারী।

গত ১৮ মে থেকে উপজেলার উত্তর পূর্ব রাজারগাঁও আলাউদ্দিন মিজি বাড়িতে অনশন শুরু করেন তিনি।

রুনা দাবি, ওই বাড়ির মালিক ও ওমান প্রবাসী মমিন মিজি (৪৫) তার স্বামী। ওমানে তাদের দীর্ঘদিনের দাম্পত্য জীবন থাকলেও দেশে তার স্বামীর আগের স্ত্রী ও সন্তান রয়েছে, যা তিনি আগে জানতেন না। দীর্ঘ ২৪ বছর ধরে মমিন মিজি তাকে দেশে আনেননি।
 
তিনি বলেন, ‘স্বামীর অধিকার ফিরে পেতে আমি হাজীগঞ্জ এসেছি এবং অনশন করছি। অধিকার না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে।’

রুনা আক্তার শরিয়তপুর জেলার জাজিরা থানার উত্তর কেবলনগর শেখ বাড়ির মৃত কোরমান শেখের মেয়ে। তার কাছে থাকা কাবিননামা অনুযায়ী, ২০০০ সালের ৬ ফেব্রুয়ারি ওমানে অবস্থানকালে রুনা ও মমিনের বিয়ে হয়।
 
স্থানীয়রা জানান, সম্প্রতি মমিন মিজি দেশে ফিরে কিছুদিন বাড়িতে ছিলেন। রুনা আক্তারের আগমনের খবর পেয়ে তিনি কাউকে না জানিয়ে পুনরায় ওমানে ফিরে যান।

আরটিভি/এফএ