images

দেশজুড়ে

গ্রিল কেটে থানা থেকে পালানো আসামি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৫:২৫ পিএম

images

রাঙ্গামাটি জেলার কাপ্তাই থানা হাজতের গ্রিল কেটে পালানো চুরির মামলার পলাতক আসামি সাগর (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ জুন) রাত ১২টার দিকে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, থানা হাজত থেকে আসামি পালানোর ঘটনা নিঃসন্দেহে পুলিশের জন্য বিব্রতকর। ঘটনার পরপরই অভিযানের মাধ্যমে পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, পলাতক আসামি সাগরের বিরুদ্ধে পূর্বে চুরির মামলা রয়েছে। হাজত থেকে পালানোর ঘটনায় পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে বুধবার ভোরে সাগরকে সোনা ও নগদ টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার করে কাপ্তাই থানা পুলিশ। একইদিন সকালে থানার হাজতের গ্রিল কেটে পালিয়ে যায় আসামি।

আরটিভি/এএএ