বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ , ০৭:২৩ পিএম
দিনাজপুরের দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাইভেটকারের ধাক্কায় এক অজ্ঞাত নারীর (৫০) ও হিলির লোহাচড়া নামক স্থানে বিপ্লব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রানীগঞ্জ বাজার এলাকায় সকাল আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজুল হক বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দিনাজপুরের দিক থেকে আসা সাদা রং এর একটি প্রাইভেটকার রাণীগঞ্জ বাজার অতিক্রম করার সময় রাস্তার পাশে রং সাইডে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে পাশে দাঁড়িয়ে থাকা অপরিচিত ওই নারী অটোরিকশা নিচে চাপা পড়েন।
তিনি মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত পান। এ সময় গাড়ির মালিক লিমন মিয়া স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। অবস্থার অবনতি হওয়ার পর সেখান থেকে রংপুর মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, স্থানীয়রা জানিয়েছেন ওই নারী ভবঘুরে মানসিক ভারসাম্যহীন। তারপরও ওই নারীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে। কারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে দিনাজপুরের হিলির লোহাচড়া নামক স্থানে বিকেলে বিপ্লব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত ব্যক্তি বিরামপুর উপজেলার বিজুল গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন।
আরটিভি/এএএ