images

দেশজুড়ে

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

শুক্রবার, ১৩ জুন ২০২৫ , ০৮:০৭ পিএম

images

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

শুক্রবার (১৩ জুন) সকালে তাদের পাঠানো হয়। পরে তাদের আটক করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

জানা যায়, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে। তাদের জাতীয়তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কাছে কোনো কাগজপত্র না থাকায় যাচাইবাছাই করতে সময় লাগছে।

এ নিয়ে ভারত থেকে ঠেলে পাঠানোর ঘটনায় মৌলভীবাজারে ৩৫২ জন বিজিবির হাতে আটক হলো। এর মধ্যে বড়লেখা উপজেলায় দিয়ে ২৬৪ জনকে ঠেলে পাঠানো হয়।

এ বিষয়ে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, তথ্য যাচাইবাছাই করে তাদের থানায় হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে/এআর