images

দেশজুড়ে

ময়মনসিংহে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে খুন

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৮:১২ এএম

images

ময়মনসিংহের গৌরীপুরে মো. হুমায়ন কবীর (২১) নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত হুমায়ন কবীর সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে। তিনি সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে এ হত্যাকাণ্ডের প্রতিবাদে কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন স্থানীয়রা। এতে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক জানান, পূর্বশত্রুতার জের ধরে এই ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।  

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে চা-পান খাওয়া নিয়ে বন্ধুদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এই হত্যাকাণ্ড। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। 

আরটিভি/এএএ/এস