images

দেশজুড়ে

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৩ লাখ

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১০:৫৩ এএম

images

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাগিদে রাজধানীমুখী মানুষের ঢল শুরু হয়েছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এতে আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা টোল।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৩৬৫টি, যেখান থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা। অপরদিকে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৮১৭টি, যার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঈদের পর ঢাকামুখী মানুষের চাপ থাকলেও মহাসড়কে যানজট হয়নি। পুলিশ সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন, যাতে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন। 

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যানবাহনের পারাপার নির্বিঘ্ন করতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ রয়েছে, যা চাপ সামলাতে সহায়ক ভূমিকা রাখছে।

আরটিভি/এএএ/এস