images

দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কি‌লো‌মিটার যানজট, ভোগান্তি

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১০:৫৮ এএম

images

ঈদ যাত্রার ফিরতি পথে অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকলসহ নানা কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হ‌য়ে‌ছে। 

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোলপ্লাজা থেকে কালিহাতী উপজেলার পৌলি পর্যন্ত যানজটের সৃষ্টি হ‌য়। এতে মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে। 

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মহাসড়কে গণপরিবহনের সংকট থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপে গন্তব্যে যাচ্ছে। বাসটার্মিনালগুলো যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে। নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। মহাসড়ক ব্যবহারকারীরা বলছে, ১ ঘণ্টার সড়ক যেতে সময় লাগছে ৩ থেকে ৪ ঘণ্টা। এতে ভ্যাপসা গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. শরিফ জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

আরটিভি/এএএ/এস