images

দেশজুড়ে

দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১১:২৮ এএম

images

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও জাসাস নেতা আলী আজম (৬০) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নগরের কর্নেল হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। মারাত্মক আহত অবস্থায় তাকে নগরের ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে রাত ৯টায় উত্তর কাট্টলী মুন্সিপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। আলী আজম এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।

আলী আজম বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি আলী আজমকে ‘সৎ, ন্যায়নিষ্ঠ ও ত্যাগী নেতা’ হিসেবে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

আরটিভি/এএএ/এস