images

দেশজুড়ে

টাঙ্গাইলে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

শনিবার, ১৪ জুন ২০২৫ , ০৬:৫৬ পিএম

images

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহতরা হলো মোমিনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে শোয়েব (৩) এবং আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে পরিবারের সবার অজান্তে খেলতে যায় ওই দুই শিশু। বাড়ির পাশের এক পুকুরে পড়ে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর তাদের ভাসতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ বলেন, ওই দুই শিশুকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমকে