images

দেশজুড়ে

পুলিশের গাড়িতে বিনামূল্যে ঢাকায় ফিরলেন শতাধিক যাত্রী

শনিবার, ১৪ জুন ২০২৫ , ১০:১৫ পিএম

images

বাসের টিকিট না পাওয়ায় শতাধিক কর্মজীবী যাত্রীদের পুলিশের দুটি বাসে ঢাকায় ফেরার ব্যবস্থা করেছেন নাটোরের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন। 

শনিবার (১৪ জুন) বিকেল পৌনে ৫টায় শহরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুটি বাসের মাধ্যমে তাদের ঢাকায় ফেরার ব্যবস্থা করেন তিনি।

প্রত্যক্ষদশীরা জানান, শনিবার সকাল থেকেই অসংখ্য কর্মজীবী মানুষ নাটোর থেকে ঢাকায় ফেরার জন্য নাটোর বাস টার্মিনালে ভিড় জমাতে থাকেন। কিন্তু টিকিট না পেয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে পড়েন নারী-শিশুরা। ট্রাকে করে যে যেভাবে পারেন ফেরার জন্য ব্যাকুল হয়ে পড়েন। 

এ অবস্থায় নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইনের নির্দেশে পুলিশের দুটি বাসে শতাধিক যাত্রীদের ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়। 

এ সময় তিনি নিজে উপস্থিত থেকে যাত্রীদের বাসে উঠতে ও সিটে বসতে তদারকি করেন।

এ বিষয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, মানবিক কারণে জেলা পুলিশের দুটি বাসে কর্মজীবী মানুষদের ঢাকায় ফিরতে ব্যবস্থা করেছি। 

আরটিভি/এমকে