রোববার, ১৫ জুন ২০২৫ , ০১:২৫ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় গেলে ৩১ দফার মাধ্যমে দেশ পরিচালনা করবেন। ৩১ দফা হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
শনিবার (১৪ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা যুবদল ও শহর যুবদলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী এবং সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ প্রমুখ।
আরটিভি/এএএ/এস