images

দেশজুড়ে

সাবেক এমপির বাড়িতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ ছেলে আটক

রোববার, ১৫ জুন ২০২৫ , ০৪:৪৯ পিএম

images

সাতক্ষীরায় সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। পরে অস্ত্র ও মাদকসহ তার ছোট ছেলে রুমনকে আটক করেছে তারা। অভিযানের সময় সে মাদকাসক্ত অবস্থায় ছিল বলে জানা গেছে।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্ক-সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

জানা যায়, সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে মেজর ইফতেখার বলেন, রুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এ সময় রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমকে -টি