images

দেশজুড়ে

চট্টগ্রামে পুকুরে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৪:০৫ পিএম

images

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া এলাকার একটি পুকুরে ডুবে রাঙ্গুনিয়ার এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।  

সোমবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা মাওলানা শহিদুল আমিন মুরাদ।

নিহতের নাম আশরাফুল মোস্তফা আলিফ (১৬)। সে পোমরা জামেউল উলুম ফাজিল মাদরাসার দাখিল নবম শ্রেণির ছাত্র এবং পোমরা আজিমনগর গাউছিয়াপাড়া এলাকার প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে। আশরাফুলরা চট্টগ্রাম নগরীর আশেকানে আউলিয়া মাদরাসা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। 

রোববার বিকেলে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে তিন বন্ধু একসঙ্গে পানিতে নামে গোসল করার জন্য। এ সময় হঠাৎ আলিফ পানিতে ডুবে যায়। প্রায় আধাঘণ্টা ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার নিথর দেহ উদ্ধার হয়। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ভাইয়ের মধ্যে ছোট নিহত আলিফ বিশিষ্ট আলেমেদ্বীন সদ্যপ্রয়াত হাফেজ কারি সৈয়দ রুহুল আমিন আল কাদেরির নাতি।  

ঘটনার বিষয়ে নিহতের মামা মাওলানা শহিদুল আমিন মুরাদ বলেন, আমার ভাগ্নের মরদেহ সোমবার সকালে বিনা ময়নাতদন্তে পাওয়ার আবেদন করি। লাশ পেলে দাফন করা হবে।

আরটিভি/এমকে -টি