images

দেশজুড়ে

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে মারধর, যুবক নিহত 

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৫:৪১ পিএম

images

নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১৬ জুন) সকালে উপজেলার দক্ষিণ লক্ষ্মণখোলা পাতাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ছয়জনের একদল ডাকাত জ্বালানি তেলের দোকান আহম্মেদ ট্রেডার্সে ডাকাতি করার সময় তাদেরকে স্থানীয়রা দেখে ফেলেন। পরে তাদেরকে ধাওয়া দিলে এক যুবককে ধরে গণপিটুনি দেন স্থানীয়রা। এ সময় অন্যরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে বন্দর উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান ওই যুবক।

এ বিষয়ে নারায়ণগঞ্জ বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আর নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। 

আরটিভি/এমকে