images

দেশজুড়ে

নিখোঁজের পর খাল থেকে নানি-নাতনির মরদেহ উদ্ধার 

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৬:২৩ পিএম

images

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে নানি ও নাতনি নিখোঁজের পর তাদের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

সোমবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চন নগর ইউপির মানিকপুর গ্রামের চমুরহাট বাজারের উত্তর পাশে মহিষের ঘের এলাকার ধুরুং খালে এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন—একই এলাকার মো. বদির স্ত্রী শাহানু বেগম ও তার মেয়ের ঘরের নাতনি মুনতাহা (৭)।

জানা যায়, নানি ও দুই নাতনি ধুরুং খালে গোসল করতে নামে। গোসল করতে নামার পর মুনতাহা (৭) খালের মাঝে গেলে সেখানে সে ডুবে যায়, তাকে বাঁচানোর জন্য নানি চেষ্টা করলে পরে একই জায়গায় নানিও ডুবে সেখান থেকে নিখোঁজ হন। নিখোঁজের ৩ ঘণ্টা পর নানিকে এবং সাড়ে ৪ ঘণ্টা পর নাতনির মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
 
এ বিষয়ে মানিকপুর ইউনিয়ন প্রবাসী ক্লাবের সভাপতি আহমেদ করিম পারভেজ বলেন, ঘটনার পরপরই আমি ৯৯৯ নম্বরে কল করি। পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। ততোক্ষণে আমাদের ক্লাবের ২০ থেকে ২৫ জনসহ স্থানীয়রা হাতজাল, বাঁশ এবং কোমরে রশি বেঁধে পানিতে নিখোঁজদের উদ্ধার কাজে নেমে পড়েন। ফায়ার সার্ভিস আসার পর তারা পানিতেও নামেনি। ডুবুরি দল আসলে উদ্ধার কাজ করা যাবে বলে তারা অসহযোগিতা করে। 

তিনি আরও বলেন, এলাকার এতো বড় একটা ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতাও পায়নি। এটা আমাদের অনেক বড় দুঃখ। প্রশাসন না পারলেও পরে আমরা নিজেরাই জীবনের ঝুঁকি নিয়ে নিখোঁজ দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

আরটিভি/এমকে