সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৮:০৮ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের কোপে নিহত হয়েছেন মো. নাইম মিয়া (২১) নামের এক কলেজছাত্র। গত শুক্রবার রাতে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়া দাইর গ্রামের দাখিল মাদরাসা মাঠে বসে মোবাইল দেখছিলেন নাইম মিয়া। এ সময় একই এলাকার তপু মিয়া, তার বাবা শামছুল, ইসলাম উদ্দিনের ছেলে জলিল এবং অজ্ঞাত আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
ঘটনার পরপরই এক স্থানীয় প্রত্যক্ষদর্শী ৯৯৯-এ ফোন করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত নাইমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত নাইম মিয়া দাওয়া দাইর গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভাই সোহেল মিয়া বলেন, ভাইকে হত্যার পরও সন্ত্রাসীরা তাদের নানাভাবে হুমকি দিচ্ছে এবং তারা ভয়ে আতঙ্কের মধ্যে আছেন।
এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, নিহত নাইমের বিরুদ্ধে মারামারি ও চুরির ৬টি মামলা রয়েছে। এই মামলাগুলো নিয়েই বিবাদীদের সঙ্গে তাদের পূর্ব শত্রুতা ছিল।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ দিকে অভিযুক্ত তপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
আরটিভি/এমকে