মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৫:৩৬ পিএম
চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও গুলিসহ মো. নাছির উদ্দিন (৩৮) নামে তৌহিদ বাহিনীর সেকেন্ড ইন কমান্ডের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লোহাগাড়া সদর ইউনিয়নের আলুরঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত অভিযানে নেতৃত্ব দেন মেজর আহসানুল করিম রাঈম। অভিযানে অংশ নেন লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানসহ পুলিশের একটি দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির স্বীকার করেন, তার কাছে অস্ত্র রয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বড়হাতিয়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ঘরের পেছন থেকে লাকড়িরীর নিচ থেকে উদ্ধার করা হয় একটি দেশিয় একনলা এলজি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ এবং একটি লম্বা দা। আটককৃত নাছির চাঁদাবাজি, ডাকাতি, অপহরণসহ একাধিক অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় এর আগেও সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নাছিরের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এএএ