images

দেশজুড়ে

কুমিল্লায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৫:৪৪ পিএম

images

কুমিল্লার দাউদকান্দিতে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এতে পৌরসভাজুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

মঙ্গলবার (১৭ জুন) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া তিনজন হলেন- উপজেলার দোনারচর গ্রামের মান্নানের ছেলে ইউসূফ আলী, নাজির চৌধুরীর স্ত্রী মাকসুদা বেগম ও রাসেলের স্ত্রী শাহিনুর আক্তার।

পৌর স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার দাউদকান্দি পৌর সদরে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামে দ্রুত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বর্তমানে দুই ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ছয় শতাধিক।

আরও পড়ুন
626216

করোনা নিয়ে আতঙ্ক নয়, ডেঙ্গু মোকাবিলায় স্পেশাল টিম: স্বাস্থ্য মন্ত্রণালয়

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জুন মাস থেকে এ পর্যন্ত হাসপাতালে ১০২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে উন্নত চিকিৎসার জন্য ২৮ জনকে ঢাকায় পাঠানো হয়। এ ছাড়া উপজেলার বেসরকারি হাসপাতালগুলোতে ২৫৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গু রোগীদের তাৎক্ষণিকভাবে সেবা দিতে প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম গণমাধ্যমকে বলেন, পৌরসভার পক্ষ থেকে দুটি ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু মশার বিস্তার রোধে মশকনিধন কর্মসূচি নেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এস