images

দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে বিএসএফের পুশইন

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১০:৩৩ এএম

images

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। 

বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে মুষলধারে বৃষ্টির সময় সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় বিজিবি। 

বিজিবি জানিয়েছে, পুশইনকৃত সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বিজিবির হেফাজতে থাকা সকলের নাগরিকত্ব যাচাই শেষে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে জোর প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

আরটিভি/এমকে