বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৪:০৭ পিএম
নওগাঁয় শহরের বাইপাস এলাকায় বেক্সিমকো ওষুধ কোম্পানির গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পারভীন আক্তার (৫৭) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভিন আক্তার জেলার সাপাহার উপজেলার রসুলপুর গ্রামের সাজির উদ্দিনের স্ত্রী। আহতরা সকলে একই পরিবারের সদস্য।
আহত ব্যক্তিরা হলেন— সিরাজুল ইসলাম, তার স্ত্রী ইসমত আরা, ভাই সাজির উদ্দিন, সাজির ছেলে আরিফ ও তার স্ত্রী সাদিকা এবং সিরাজুল ইসলামের নাতি, মুংরইল গ্রামের মহিদুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে রাফিউল। আশঙ্কাজনক অবস্থায় রাফিউল ও সাদিকাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে শিশু রাফিউল এবং সাদিকার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুপুরে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিএনজি যোগে সাপাহার উপজেলা থেকে মামলার হাজিরা দেওয়ার জন্য একটি সিএনজি যোগে একই পরিবারের ৬ জন সদস্য নওগাঁ জজকোর্টে আসছিলেন সাজির উদ্দিনের পরিবার। সাপাহার থেকে ছেড়ে আসা সিএনজি নওগাঁ পুলিশ লাইনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেক্সিমকো ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে সিএনজিতে থাকা ড্রাইভার ও শিশুসহ ৭ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাতের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বেক্সিমকো ওষুধ কোম্পানির গাড়ি ও ড্রাইভারসহ দুর্ঘটনা কবলিত সিএনজি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
এ ছাড়া নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।
আরটিভি/এমকে