images

দেশজুড়ে

পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতা নিরসনের দাবি এলাকাবাসীর

বুধবার, ১৮ জুন ২০২৫ , ০৭:৩৭ পিএম

images

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এই কর্মসূচি পালন করেন ভুক্তভোগী বাসিন্দারা।

বৃষ্টিকে উপেক্ষা করে নানান ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন। 

এ সময় অভিযোগ করা হয়, ৫-৬ হাজার মানুষের আবাসস্থল ফুলতলায় দুই বছর আগে পানি নিষ্কাশনের একমাত্র পথটিতে গুদাম নির্মাণের মাধ্যমে বন্ধ করে দেয়। যার ফলে এখন সামান্য বৃষ্টি হলে হাঁটুসমান পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। 

এক দিনের ভারী বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা ১৫ দিনেও কমে না। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে যাওয়া মুসল্লিসহ গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

এলাকাবাসী এ ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। তারা জলাবদ্ধতা নিরসনে পানি চলাচলের জন্য নালা নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. রবিউল হক, মো. কামাল উদ্দিন, বায়তুল আমান জামে মসজিদের খতিব আবদুল হালিম হেলালি, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাবুল চৌধুরী, সেলিম জাহেদী, মো. ইকবাল, মো. মহিউদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ টিটু, আলমগীর মঞ্জু, খোরশেদ আলম, সবুজ প্রমুখ। 

আরটিভি/এএএ-টি